Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeকলমে"প্রতারণা" নীতিকথার ফুলঝুরি" দক্ষতার গুনগান" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“প্রতারণা” নীতিকথার ফুলঝুরি” দক্ষতার গুনগান” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

1)– : নীতিকথার ফুলঝুরি : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

আয় ক্রিমিনাল ভাই রে আমার
বক্ষে তোকেও আঁকড়ে ধরি।
ছাড় না ও পথ নরক নামার
ঘরের ছেলে ঘরেই ফিরি।

নিজের ইচ্ছায় নামিনি ভাই
নোংরা ভরা গন্ধ পথে।
কেমন করে ফিরব রে হায়
সমাজ কি আর রাখবে সাথে ?

খারাপ কর্ম ছেড়ে দে না
গড়ি আবার সমাজটাকে।
দেখবি কেমন ফলছে সোনা
লভুক সমাজ পূর্ণতাকে।

এই সমাজে ভদ্র সাজে
ছদ্মবেশী সব ক্রিমিনাল
বাধ্য করে খারাপ কাজে
ওদের তেজেই আমরা বেতাল।

কীসের সুখে কুকাজ করিস
কেমনধারা জীবন তোদের ?
প্রায় তো দেখি জেলেই ঢুকিস
হয়না তবু উদয় বোধের ?

নীতিকথার ফুলঝুরি সব
এবার থামা একটুখানি।
আসল জা’গায় থাকিস নীরব
নকল ধরে টানাটানি ?

2)– : দক্ষতার গুণগান : —
বিশ্ব যুব দক্ষতা দিবস
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

জীবনের জন্য জীবিকা খুব দরকারি
চাকরি হোক সরকারি নয় তো বেসরকারি
অথবা নিজ ব্যবসায়।
যাই হোক আগে দক্ষতা চাই।
এসো যুবা ভাই বোন, দক্ষ সমাজ গড়ি ।

কর্মকে বড়ো ভেবে উৎসাহ দিলে
দক্ষতার আশীর্বাদ সোনা হয়ে ফলে।
সংসার ভোগে না অভাবে
হাসিখুশি রয় স্বভাবে।
এ দেশটা বলীয়ান তবেই অর্থ বলে।

কোনো কাজ ছোটো নয় জেনে রেখে সব্বাই
নিজ কাজ ভালোবেসে এক্সপার্ট হওয়া চাই।
সম্মান পেতে হবে কর্মে
গেঁথে রেখো এটা মর্মে।
দক্ষতা বাড়াতে খাটি এসো আজ তাই।

গতি চাই জীবনে গতি চাই সমাজে
অকাল মরণ সম মাঝ পথে থামা যে!
নিষ্ঠাভরে করছ কর্ম
ওটাই তোমার আসল ধর্ম।
অলসতা কি বন্ধু বাধে না লাজে ?

দক্ষ কর্মীর উদাহরন হয়ে তুমি
চাইলে করতে পারো ধন্য মাতৃভূমি।
কর্ম তোমায় করবে মহান
সসম্মানে দেবের সমান।
কর্ম দেখেই দানেন আশীষ অন্তর্যামী।

জয় হোক তারুণ্যের, জয় জয় কর্ম দক্ষতার
গুণগান গাই সদা কর্মময় সভ্যতার।
জয় হোক উদ্যমী মানুষের
শুভ হোক কর্মে প্রবেশের।
জয় হোক বিশ্ব যুব দক্ষতা দিবসের।

3)– : প্রতারণা : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

প্রতারক, প্রতারণা খবরের শিরোনাম
একটু তো ভেবে দেখি ওরে বাবা থাম থাম !
দেশ জুড়ে যথা তথা
শুনি কেন সেই কথা ?
উৎসের সন্ধানে ছুটে নাকি কপালের ঘাম !

প্রতারক নীতিহীন, ন্যায় অন্যায় বোধ তার শূন্য
লেখা পড়া করা কেউ নাকি অগ্রগণ্য !
অক্ষর শেখাতেই আমরা
ছেঁটে দিই চক্ষু চামড়া।
বাঁকা পথে হোক তবু ডিগ্রী পেলেই ধন্য।

কাজ পেতে মোটা টাকা ঘুষ লাগে দেখি হায়
টাকা দিলে খারাপেও ভালো কাজ খুঁজে পায়।
চাকরিই আজকের ভগবান
টাকা দেখে মান সম্মান।
খালি পেটে তোমরা নীতিবোধে দেবে সায় ?

ছেলে হবে ডাক্তার, পিতা মাতার অ্যাম্বিশন
মন দিয়ে পড়া চাই, তাই গাদা গাদা টিউশন !
শৈশব নেই তার রুটিনে
স্কুল কোচিং বা টিফিনে।
মানুষ নয় হবে ডাক্তার, এটা নিয়ে টেনশান।

একবার পেয়ে গেলে বাঁকা পথে হাতে চাঁদ
সে ছেলে বিছাবেই প্রতারণা মহা ফাঁদ।
সেখেনি যে নীতিবোধ
নিতে জানে প্রতিশোধ।
তুমি আমি বৃথা করি ফাঁকা প্রতিবাদ।

নীতিকথা থাকা চাই সব শিশুদের বইতে
নীতি জ্ঞান দামী জেনো টাকা পয়সার চাইতে।
তুমি আমি হলে সৎ
ভালো তবে ভবিষ্যত।
অকারনে হবে না প্রতারণা সইতে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments