Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরপুলিশ কর্মীরা হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পুলিশ কর্মীরা হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পাবলিক আ্যকাউন্টস কমিটির বৈঠকের দ্বিতীয় পর্যায় আগামী ১১, ১২ ও ১৩ই জানুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদন ও শহরের এক পাঁচতারা হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। গত দিন বহরমপুরে জেলা পুলিশের বেশ কয়েকজন কর্তা এবং পুলিশ কর্মীরা হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

 

 

পুলিশ কুকুর দিয়েও তল্লাশিও করা হয়। বৈঠকের দিনও আটোসাটো নিরাপত্তা বলয় থাকবে শহর সহ সংশ্লিষ্ট দুই স্থানে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন রাজ্যের প্রধান প্রধান শহরে এমন বৈঠক বসলেও কোনও জেলা শহরে এমন গুরুত্বপূর্ণ বৈঠক এই প্রথম।

 

রেল, জলসম্পদ, পাট, বস্ত্র, বন্যা বিষয়ক-সহ মোট দশ’টি দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। মুর্শিদাবাদের প্রধান অর্থকরী ফসল পাটকে শিল্পজাত ও আধুনিক বস্ত্রবয়নে ব্যাবহারে করণীয় নিয়েও পাটচাষিদের সঙ্গে সরাসরি আলোচনাও হবে।

 

উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, কমিটির সদস্য বিভিন্ন দলের সাংসদ ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সচিব, সহ-সচিব এবং পদস্থ আধিকারিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments