Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরপুরোন ও দূষণ ছড়ানো গাড়ি বাতিল নীতির উত্থাপন করেন।

পুরোন ও দূষণ ছড়ানো গাড়ি বাতিল নীতির উত্থাপন করেন।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়কড়ি লোকসভায় পুরোন ও দূষণ ছড়ানো গাড়ি বাতিল নীতির উত্থাপন করেন। সভায় এক বিবৃতিতে শ্রী গড়কড়ি বলেন, এই নীতির ফলে অটোমোবাইল ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে এবং যানবাহন নিঃসৃত দূষণের মাত্রা কমবে। তিনি বলেন, সরকারের এই নীতি, যানবাহনে জ্বালানী ব্যবহারে ভারসাম্য আনবে।

জনস্বার্থে প্রচার

কম জ্বালানীতে যানবাহন আরো বেশী পথ পাড়ি দিতে পারবে। একইসঙ্গে যানবাহনের সুরক্ষা দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন, এই নীতি, বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কম মূল্যে শিল্পে কাঁচামালের সরবরাহ বাড়াতে সহায়তা করবে।

এতে GST আদায় বাড়বে এবং কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই লাভবান হবে। শ্রী গড়কড়ি বলেন, আগামী পাঁচ বছরে অটোমোবাইল সেক্টারে ভারত বিশ্বের অন্যতম অগ্রণী দেশের ভূমিকা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments