Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeদেশনেপালে ভ‍্যাকসিন সরবরাহের বিষয়ে আস্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:-

নেপালে ভ‍্যাকসিন সরবরাহের বিষয়ে আস্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:-

নেপাল সংসদে নয়া প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা আস্থাভোটে জয়ী হয়েছেন। আস্থাভোটে ২৭৫টি ভোটের মধ্যে ১৬৫টি ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। মঙ্গলবার শপথ নিতে চলেছেন তিনি। সোমবার তাঁকে টেলিফোনে অভিনন্দন জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তিনি ভ্যাকসিন সরবরাহের বিষয়েও আশ্বস্ত করেন। অর্থাৎ দুই প্রধানমন্ত্রী কথোপকথনে কোভিড ভ্যাকসিন প্রসঙ্গ উঠে আসে।

সোমবার একটি টুইটে মোদী লেখেন, “প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। পরবর্তীতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা যৌথ ভাবে কাজ করব। পাশাপাশি কোভিড-১৯ মহামারি মোকাবিলাতেও আমরা এক সঙ্গে লড়ব”।

অন‍্যদিকে নেপালও জানিয়েছে, দুপক্ষ একসাথে কাজ করলে সম্পর্ক শক্তিশালী হবে।

নেপালের রাজনৈতিক অবস্থা কোভিড পরিস্থিতিতে বিগত কয়েক মাস ধরেই টালমাটাল ছিল । প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত‍্যাগ করেন। তারপর তিনি আবার পুনর্নিবাচনের দাবি জানান, কিন্তু বিরোধী পক্ষরা তা মানেনি তাঁরা আদালতের দ্বারস্থ হন।
শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশের আস্থাভোট অনুষ্ঠিত হয় নেপালে। নির্বাচিত হয় নয়া প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments