Wednesday, April 17, 2024
spot_img
spot_img
Homeখবরনিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে।

নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে।

২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের দুই জেলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ না থাকলেও, আগামী ১৫ দিনের মধ্যে তা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে।

 

 

বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ জানিয়েছেন, কোনো জেলায় যদি প্রাথমিক স্তরে শূন্যপদ নাও থাকে তাহলে নতুন করে পদ তৈরি করতে হবে।

 

এরপর তালিকা থেকে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে বাম আমলে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও দুই চব্বিশ পরগনা ছাড়া হাওড়া এবং মালদহে এই নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ ওঠে।

 

ফলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৬০০ এবং মালদহে ১ হাজার ৩৩১টি শূন্যপদ ছিল। কয়েক বছর অপেক্ষার পরে দুই জেলার চাকরিপ্রার্থীরা আদালতে মামলা করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments