Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরনিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ, রবিবার হাওড়া থেকে বাতিল ১৬টি ট্রেন।

নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ, রবিবার হাওড়া থেকে বাতিল ১৬টি ট্রেন।

নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ, রবিবার হাওড়া থেকে বাতিল ১৬টি ট্রেন

টানা ১৪ ঘণ্টা হাওড়া থেকে শেওড়াফুলি-তারকেশ্বর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে, ফলে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অস্বস্তিতে পড়বেন এই শাখার নিত্যযাত্রীরা। রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত হাওড়া থেকে শেওড়াফুলি-তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হবে, বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, শেওড়াফুলি ও তারকেশ্বরের মাঝে রেললাইনে কাজ হবে। যার জেরে শেওড়াফুলি-দিয়ারার মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। যার জেরে বিঘ্নিত হবে ট্রেন চলাচল। শনিবার রাতে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে ৯টা ৫ মিনিটে। আবার রবিবার তারকেশ্বর থেকে হাওড়ায় আসার প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ২৫ মিনিটে। যাত্রী দুর্ভোগ কমাতে সিঙ্গুর (Singur) ও তারকেশ্বর এর মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, পাশাপাশি যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।

রবিবার হাওড়া থেক বাতিল থাকছে আপ 37309, 37311, 37313, 37315, 37317, 37319, 37321, 37323,37359, 37361, 37363, 37371, 37373, 37375, 37303, 37307 লোকাল। শেওড়াফুলি থেকে বাতিলের খাতায় থাকছে 37411, 37415। তারকেশ্বর থেকে বাতিলের তালিকায় থাকছে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37324, 37326, 37328, 37330, 37332, 37412, 37416। আরামবাগ থেকে বাতিল 37360, 37362, 37364। গোঘাট থেকে বাতিল 37372, 37374, 37390। সিঙ্গুর থেকে বাতিল 37304। হরিপাল থেকে বাতিল 37308 লোকাল। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে রবিবার তারকেশ্বর থেকে সকাল সাড়ে সাতটায় একটি ট্রেন ছাড়বে। যা সিঙ্গুরে আসবে সকাল ৮টা ১০ মিনিটে। আরও একটি ট্রেন সকাল সকাল ১০টা তারকেশ্বর থেক ছড়ে সিঙ্গুরে আসবে ১০টা ৪০ মিনিটে। অন্যদিকে ট্রেন দুটি ফের তারকেশ্বরের উদ্দেশে ফিরে যাবে সকাল সাড়ে ৮টা ও সকাল ১১টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments