Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরদুয়ারে সরকার ক্যাম্প - অনন্য নজির স্থাপন করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।

দুয়ারে সরকার ক্যাম্প – অনন্য নজির স্থাপন করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।

দুয়ারে সরকার ক্যাম্প – অনন্য নজির স্থাপন করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিকঅভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এর আগে সাড়া রাজ্যের সঙ্গে হাওড়া জেলায় শুরু হয়েছে ‘ দুয়ারে সরকার ‘ শিবির। চলবে আগামী ৩০ শে নভেম্বর ২০২২ পর্যন্ত । আগের বারের মতোই এবারও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানান প্রকল্প ও পরিষেবার সুযোগ পাবে।

হাওড়া গ্ৰামীণ জেলার আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে ‘ দুয়ারে সরকার ‘ শিবির অনুষ্ঠিত হল খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। এবারের ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পে বিদ্যুৎ অর্থাৎ বাড়িতে বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও পাট্টা জমি দেওয়া ও নেওয়া পরিমাণ,আধার কার্ড সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলি সংযোজন করা হয়েছে।
খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জনহিতকর প্রকল্প
‘ দুয়ারে সরকার ‘ শিবিরে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দুয়ারে সরকারে নজর কারা ভিড় হয়েছে।

‘ দুয়ারে সরকার ‘ শিবির পরিদর্শন করেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘ দুয়ারে সরকার ‘ শিবির টি বিদ্যালয় চালু রেখে – ছাত্র – ছাত্রীদের পঠন – পাঠনের কোন ব্যাঘাত না ঘটিয়ে,মাইক ব্যবহার না করে, জনগণের কোলাহল মুক্ত রেখে শিবিরটি সাফল্য মন্ডিত করে এক অনন্য নজির স্থাপন করলেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। সমষ্টি উন্নয়ন আধিকারিকের এই নজির স্থাপন করার জন্য খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকাবৃন্দ,খোশালপুর গ্ৰামবাসীবৃন্দ সহ অন্যান্য গ্ৰামের বাসিন্দারা প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments