Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরদুই কিডনি বিকল কলেজ পড়ুয়া,সাহায্যের আর্জি পরিবারের।

দুই কিডনি বিকল কলেজ পড়ুয়া,সাহায্যের আর্জি পরিবারের।

মালদা:-

দুই কিডনি বিকল কলেজ পড়ুয়ার, আর্থিক অভাবে আটকে পরেছে চিকিৎসা।সাহায্যের আর্জি পরিবারের। মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের উওর রতুয়া জানকীপাড়া এলাকার কলেজ পড়ুয়া ইস্তেকার আলম আনসারি, বয়স ২০ বছর। বাবা আব্দুর বারিক পেশায় দিন মজুর।নুন আনতে পানতা ফুরানোর সংসার, তারই মধ্যে বাড়ির একমাএ ছেলের দুই কিডনি বিকলের খবর শুনে নিজেও অসুস্থ হয়ে পরেছে বাবা আব্দুর বারিক। মাথায় জেন বাজ পরেছে অসহায় দিন মজুর বাবার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন ওই কলেজ পড়ুয়া।

প্রথমে রতুয়া হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসক জানান যুবকের দুই কিডনি বিকল হয়ে পরেছে এবং কিডনি পরিবর্তনের নির্দেশ দেন।আর তাতেই মাথায় বাজ পরেছে গরিব অসহায় পরিবারের। প্রায় কয়েক লক্ষ্য টাকা দরকার কিডনি পরিবর্তনের জন্য।কোথায় পাবে এত টাকা গরিব পরিবারটি। তাকিয়ে সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে। সাহায্যের হাত বাঁড়ালে বাঁচবে একটি তরতাজা যুবকের প্রান।

 

সাহায্যের জন্য যোগাযোগ করুন; Phone pe no-8101138509.

 

State Bank of India.

Ac no-34615148653.

IFSC No-SBIN0009319.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments