Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়াবিকেল হলেই দক্ষিণবঙ্গে শুরু ঝড়বৃষ্টি? ভাসবে উত্তরবঙ্গও, জানাল হাওয়া অফিস

বিকেল হলেই দক্ষিণবঙ্গে শুরু ঝড়বৃষ্টি? ভাসবে উত্তরবঙ্গও, জানাল হাওয়া অফিস

পিসি নিউজ বাংলা : কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলছে। আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বিকেল হলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একই সঙ্গে বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। প্রাক বর্ষার বৃষ্টি কি শুরু হয়ে গেল রাজ্যে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ ইতিমধ্যেই মৌসম ভবন জানিয়েছে, এবার দেশে বর্ষার আগমন তাড়াতাড়ি হবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বেশি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায়।

কলকাতায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং উত্তরবঙ্গেও। এছাড়াও দু’ টি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। একটি উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। আরেকটি বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত ছত্রিশগড় তেলেঙ্গানার উপর দিয়ে গেছে।

উত্তরবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোনও কোনও জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে। বুধবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments