Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeখবরটেট পরীক্ষা দিতে যাবার সময় লরির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে জখম দুই...

টেট পরীক্ষা দিতে যাবার সময় লরির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে জখম দুই পরীক্ষার্থী সহ মোট চার।

টেট পরীক্ষা দিতে যাবার সময় লরির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে জখম দুই পরীক্ষার্থী সহ মোট চার।

জনস্বার্থে প্রচারিত

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর: টেট পরীক্ষা দিতে যাবার সময় লরির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে জখম দুই পরীক্ষার্থী সহ মোট চার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায় জাতীয় সড়কের উপর টেট পরীক্ষা দিতে যাওয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়।রবিবার চোপড়ার দুই জন পরীক্ষার্থী এবং তাদের দুজন অভিভাবককে নিয়ে একটি আরটিগা গাড়ি পরীক্ষা দিতে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

সেই সময় গুঞ্জরিয়া এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালির গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তারপর এলাকাবাসীর তৎপরতায় গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে আহতদের উদ্ধার করা হয় এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

চার জন গুরুতর আহত থাকার কারণে তাদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। আহতরা বর্তমানে শিলিগুড়িতে একটি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments