Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeদেশটিকা নিলে মৃত্যুহার ঠিক কতটা কম? টিকার কার্যকারিতা নিয়ে বলছেন আইসিএমআর...

টিকা নিলে মৃত্যুহার ঠিক কতটা কম? টিকার কার্যকারিতা নিয়ে বলছেন আইসিএমআর কর্তা

বুস্টারের কথা ভুললেও চলবে না। এবার নতুন তথ্য দিলেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব।

কালান্তক করোনা থেকে বাঁচার দাওয়াই প্রতিষেধক নিয়ে গত এক দেড় বছরে নানা তত্ত্ব, তথ্য, বৈজ্ঞানিক গবেষণা এবং গুজব রটেছে। বিশেষ করে, টিকার কার্যকারিতা নিয়ে নানাবিধ দাবি এবং তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আবার এক ডোজে একরকম এবং দুই ডোজে আর একের ব্যাপার আছে।

টিকা নিলে মৃত্যুহার ঠিক কতটা কম? ডঃ ভার্গব বললেন, এক ডোজ নিলেই মৃত্যু ঠেকানো যায় ৯৬.৬ শতাংশ ক্ষেত্রে। এবং দুই ডোজের পর সেই হার হয় ৯৭.৫ শতাংশ। আইসিএমআর কর্তা বললেন, ‘মৃত্যু আটকাতে টিকার এই সুরক্ষাকবচ সব বয়সের ক্ষেত্রে প্রযোজ্য। সে ৬০ কিংবা তার বেশি হোক কিংবা ৪৫-৫৯ বা ১৮-৪৪ হোক।’

অর্থাত্‍, টিকা নেওয়ার সুফল নিয়েই বক্তব্য রেখেছেন ডঃ ভার্গব। এদিকে নিটি আয়োগ সদস্য ডঃ ভিকে পল বলছেন, দেশের ১৮-ঊর্ধ্বদের ৫৮ শতাংশ এক ডোজ নিয়েছেন কিন্তু এই হওয়া উচিত ১০০ শতাংশ। কেউ পিছিয়ে থাকলে চলবে না, গোষ্ঠী প্রতিরোধ গড়ে তুলতে যারা বাদ পড়েছেন তাঁদেরও টিকা নিতে হবে।

২০২১-এর ১৮ এপ্রিল থেকে ১৫ আগস্টের তথ্য সংগ্রহ করে তিনি বললেন টিকা নিলে মৃত্যুর সম্ভাবনা খুবই কম। এপ্রিল-মে মাসে দ্বিতীয় ঢেউয়ের সময় যাদের মৃত্যু হয়েছিল তারা বেশিরভাগই কোনও টিকা নেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments