Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeরাজ্যজালনোট পাচার  কাজের   অভিযোগে আটক এক মেধাবী সপ্তম শ্রেণীর  ছাত্র।

জালনোট পাচার  কাজের   অভিযোগে আটক এক মেধাবী সপ্তম শ্রেণীর  ছাত্র।

জালনোট পাচার  কাজের   অভিযোগে আটক এক মেধাবী সপ্তম শ্রেণীর  ছাত্র। স্কুলের কাছ থেকেই তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট ।  এমন কাণ্ডে রীতিমতো স্তম্ভিত পুলিশ। এই চাঞ্চল‍্যকর  ঘটনাটি ঘটেছে সোমবার  মালদহের কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা গোলাপগঞ্জে।

পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ধৃতের  নাম আব্দুল সালাম। তার বাড়ি গোলাপগঞ্জের সাধারিটোলায় । সে ওই এলাকার  একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার কাছ থেকে উদ্ধার হয় সাড়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার জাল নোট। ৫০০ টাকার ৪০০টি জাল নোট এবং ২,০০০ টাকার ১২০ টি জালনোট। ওই বিপুল পরিমাণ জালনোট কারও হাতে পৌঁছে দিতে যাচ্ছিল সে। কার কাছে সে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ মনে করছে, নাবালক স্কুল ছাত্রদের এখন ব্যবহার করছে জালনোট পাচারকারীরা। যাতে কারও সন্দেহের চোখে না পড়ে তাই  এই পরিকল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments