Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরজম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের...

জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন।

জম্মু কাশ্মীরের উন্নয়ন, এনডিএ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে জানিয়েছেন।

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়ুষ্মান ভারত-পি.এম. জয় সেহাত প্রকল্পের সূচনা করে কথা বলছিলেন। এই প্রকল্পের আওতায় জম্মু কাশ্মীরের প্রতিটি পরিবার বছরে পাঁচ’লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুযোগ পাবেন ।

প্রধানমন্ত্রী বলেন, এই স্কীমে শুধুমাত্র জম্মু কাশ্মীরের সরকারী বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে তা নয়, দেশের যেকোনো প্রান্তে পি.এম জয় প্রকল্পের অধীনে থাকা হাসপাতালগুলিতে এর সুবিধা মিলবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাদের আনা সম্ভব হচ্ছে না– সেই সমস্ত নাগরিক এর সুবিধে পাবেন।

প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করে বলেন – বর্তমানে এই কেন্দ্রশাসিত অঞ্চলের ছ’লক্ষ পরিবার এই আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত। এই সেহাত প্রকল্প চালু হলে ২১ লক্ষ পরিবার সমান সুযোগ–সুবিধে পাবেন।
জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় গণতন্ত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা সুপ্রশাসন সুনিশ্চিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments