Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeকলকাতাঘরে-বাইরে সিসি ক্যামেরার নজরদারি। চারপাশে শক্তপোক্ত নিশ্চিন্ত দেওয়াল। কিন্তু নিরাপত্তার সেই ঘেরাটোপ...

ঘরে-বাইরে সিসি ক্যামেরার নজরদারি। চারপাশে শক্তপোক্ত নিশ্চিন্ত দেওয়াল। কিন্তু নিরাপত্তার সেই ঘেরাটোপ থেকেই উধাও হয়ে গেল ৩ কেজি সোনা এবং নগদ পাঁচ লক্ষ টাকা।

সিসি ক্যামেরার নজরদারি। চারপাশে শক্তপোক্ত দেওয়াল। এত ঘেরাটোপের মধ‍্যে দিয়ে উধাও হয়ে গেল ৩ কেজি সোনা এবং নগদ পাঁচ লক্ষ টাকা। এমনই এক অভিযোগ উঠল হুগলির ব্যান্ডেলের অলঙ্কার ব্যবসায়ী মানস সোনির। এই চুরির তদন্ত শুরু করেছে পুলিশ।

সোনার দোকানের মালিক মানসের অভিযোগ, ‘‘সকালে এসে দেখলাম, চোর দোকান পুরো খালি করে দিয়েছে। ৩ কেজি সোনা এবং আলমারি ভেঙে নগদ ৫ লক্ষ টাকা চুরি করেছে। সোনা গিয়েছে প্রায় দেড় থেকে দু’কোটি টাকার। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে।’’

ওই এলাকারই বাসিন্দা রমেশ অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে দোকান খুলেছিলেন। ব্যান্ডেল স্টেশন রোডে তাঁর আলমারির দোকান। দোকান খুলেই চমকে ওঠেন তিনি। তিনি বলেন , ‘‘দোকান খুলে প্রথমে দেখি দেওয়ালে গর্ত। সেই গর্ত দিয়ে চোর সোনার দোকানে ঢুকেছে। পরে দেখি আমার দোকানের ছাউনির টিনও খোলা। তার পর ওই দোকানের মালিককে খবর দিলাম। তবে চোর আমার দোকানের মালপত্র চুরি করেনি।’’

এই ঘটনায় ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শের আলি খান বলেন, ‘‘এই রাস্তায় সব সময় আমাদের নজরদারি রয়েছে। তার পরেও কী ভাবে চুরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ আমরা খতিয়ে দেখছি। তা খোলার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে। দোকান মালিক যে দাবি করছেন তা-ও আমরা খতিয়ে দেখবে। দোকানের স্টক লিস্ট আমরা মিলিয়ে নেব।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments