Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeরাজনীতিগরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল

পিসি নিউজ বাংলা : গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। টানা কয়েক ঘণ্টার জেলার পর গ্রেফতার করা হয়েছে তাকে। বৃহস্পতিলার দুপুর আড়াইটে থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। দফায় দফায় চলে জেরা। এরপর এদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এদিন নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠায় সিবিআই। মূলত বয়ানে একাধিক অসঙ্গতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষা করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে এসে ফের শুরু হবে জেরা। শুক্রবার তাকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবারও তাকে জেরা করেছে সিবিআই। এই নিয়ে তাকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে সম্প্রতি সিবিআই তার ডোমকলের বাড়়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েছিল। প্রায় ১৫ ঘন্টা তল্লাশি চালানোর পর সেদিন গভীর রাতে সিবিআই আধিকারিকরা তার বাড়ি ছাড়েন। এরপর এদিন তাকে গ্রেফতার করা হল।

সায়গলের গ্রেফতারির প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘সিবিআই নিজের মতো করে তদন্ত করছে। বাংলার মানুষ চাইছেন সত্য সামনে আসুক। আমরাও এই তদন্তের শেষ দেখতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments