Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeরাজ্যকামারাহাটিতে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অন্তত ৭০, মৃত ২। তাঁদের মধ্যে পাঁচটি...

কামারাহাটিতে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অন্তত ৭০, মৃত ২। তাঁদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

ডায়রিয়া থাবা বসাল কামারহাটিতে। অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৭০ জন। তাঁদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। মারা গিয়েছেন ২ জন।
সোমবার থেকে আচমকাই বেশ কয়েক জনের বমি শুরু হয় কামারহাটিতে।পেট ব্যথা সহ আরও সমস্যা দেখা দেয়। সোমবার রাতেই সাগর দত্ত হাসপাতালে ৯ জনকে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার আরও কয়েক জনকে ভর্তি করা হয়।

কামারহাটি পুরসভা মনে করছে, জল থেকেই এই সংক্রমণ। কামারহাটি পুরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা জানিয়েছেন, কেএমডিএ-এর জল প্রকল্প এবং কামারহাটি জুটমিলের পরিবাহিত জল থেকে সংক্রমণ ছড়াতে পারে। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক দেওয়া হয়েছে। জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসীদের পাঁচ ওয়ার্ডের জল ব্যবহার করতে বারণ করা হয়েছে।

তবে কামারহাটির বিধায়ক মদন মিত্র এসব মানতে নারাজ। আঙুল তুলেছেন বিজেপি, কংগ্রেস, সিপিএম-এর দিকে। তাঁর কথায়, জল থেকে হয়েছে, তার প্রমাণ মেলেনি। এমনকী মৃত্যু হয়েছে, সেই খবরও মানতে চাননি। তিনি বললেন, মুখ্য প্রশাসক আবেগের বশে এসব বলেছেন। তিনি বিশেষজ্ঞ নন। কামারহাটি এলাকায় মেডিক্যাল ক্যাম্প বসানোর আশ্বাস দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments