Wednesday, April 24, 2024
spot_img
spot_img
HomeUncategorizedকানে কটন বাড ব‍্যবহারে হতে পারে মৃত‍্যু:-

কানে কটন বাড ব‍্যবহারে হতে পারে মৃত‍্যু:-

কানে অস্বস্তি হলেই আমরা কানে কটন বাড দিয়ে খোঁচা দিই। বিভিন্ন রকম কম্পানি এই কটন বাড তৈরি করেছে। কিন্তু আপনি কী জানেন ? এই কটন বাড ব‍্যবহার করে নিজের অজান্তেই নিজের ক্ষতি করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা  বলছে, প্রতিবছর বিশ্বে এতে মারা যায় প্রায় সাত হাজার মানুষ এই কটন বাড ব‍্যবহার করে।

বিশেষজ্ঞদের মতে, কটন বাড ব‍্যবহারের ফলে আঘাত লাগে কানের নরম টিস্যুতে। কান শরীরের ভারসাম্য রক্ষা করে, তাই বাডসের প্রভাবে শ্রবণশক্তি কম হয়ে যায় এবং শরীরের ভারসাম‍্য নষ্ট হয়‌।

কটন বাডসের খোঁচায় কানের তরুণাস্থিও হচ্ছে ক্ষতিগ্রস্ত। যার ফলে দুর্বল হচ্ছে শ্রবণশক্তি।

কটন বাড ব্যবহারের ফলে কানে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে। তাই অহেতুক কটন বাড নিয়ে কান খোঁচাখুঁচি বিপজ্জ্বনক।

কটন বাডের তুলা অসাবধানতায় কানে ঢুকে গেলে তা মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত কটন বাড ব্যবহারে কান ভারীও মনে হতে পারে। তাই দ্রুত এটি ব্যবহার বন্ধ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments