Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরএবার কুইক রেসপন্স টিমের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

এবার কুইক রেসপন্স টিমের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

আগামী ২৭শে মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে মোট ৭৩২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকবে। বুথ ও কুইক রেসপন্স টিমের জন্য ৬৭২ কোম্পানী এবং ৪৬ কোম্পানী মোতায়েন থাকবে পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য।

জনস্বার্থে বিজ্ঞাপন

স্ট্রং রুমের নিরাপত্তায় রাখা হবে সাত’কোম্পানী বলে জানা গেছে।
এবার রাজ্যের সব বুথকেই স্পর্শকাতর’ বলে কমিশন উল্লেখ করেছে। এই কারণে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে অর্থাৎ ২৫শে মার্চ থেকে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপর কড়া নজরদারি রাখতে প্রতিটি মুহূর্তে ভিডিওগ্রাফি করা হবে বলে সূত্রে জানা গেছে।

প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং দিল্লিতে নির্বাচন কমিশনের নজরে থাকবে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার নিয়ে কোন অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করা হবে ওই ভিডিওগ্রাফির মধ্যে মাধ্যমে। কমিশন সূত্রে জানা গেছে এবার কুইক রেসপন্স টিমের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments