Tuesday, April 23, 2024
spot_img
spot_img
Homeদেশএক দিনে ১.০৯ কোটি, দেশে কোভিড সংক্রমণ রুখতে দ্রুত গতিতে বাড়ছে টিকাকরণের...

এক দিনে ১.০৯ কোটি, দেশে কোভিড সংক্রমণ রুখতে দ্রুত গতিতে বাড়ছে টিকাকরণের সংখ্যা

দেশে কোভিড সংক্রমণ রুখতে দ্রুত গতিতে বাড়ছে টিকাকরণের সংখ্যা। মঙ্গলবার ফের কোভিড ভ্যাকসিনেশনে রেকর্ড গড়ল ভারত। একদিনে টিকা নিয়েছেন ১.০৯ কোটি দেশবাসী।পাশাপাশি ৫০ কোটি ভারতবাসী কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কোভিড টিকাকরণের বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লেখেন, ” রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।”

এদিন টিকাকরণের এই পরিসংখ্যান দেখেই ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের বিশ্বের টিকাকরণের প্রক্রিয়ায় একটা মাইলফলক গড়ল ভারত। এতদিনে সবমিলিয়ে ৫০ কোটি ভারতবাসী কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পেরেছেন। স্বাস্থ্যকর্মী ও দেশবাসীর ইচ্ছাশক্তিকে এর জন্য কুর্নিশ জানাই।”

এই বলেই অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মাণ্ডব্য জানান, এদিনই ফের ১ কোটি দেশবাসী কোভিড টিকা নিতে সমর্থ হয়েছে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ১.০৯ কোটি দেশবাসী টিকা নিয়েছেন। এখনও জারি রয়েছে টিকাকরণের কাজ। মোদিজির নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়ছে ভারত। কদিন আগেই দেশে কোভিড টিকাকরণে নজির গড়েছে ভারত। এক দিনে এক কোটি টিকা(India Administers 1 Crore COVID Vaccine) পেয়েছে দেশবাসী। এরকম একটা দিনে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের কোভিড টিকাকরণের সংখ্যায় সবার ওপরে স্থান পেয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। একা ৭.৪ কোটি ভ্যাক্সিন নিয়েছে ইউপি। তবে করোনা টিকার দুটো ডোজ নেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। দেশের ভ্যাকসিনেশনের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত ভারতে সব মিলিয়ে ৬৪.৪৩ কোটি মানুষ টিকা পেয়েছেন।

এর মধ্যে ১৪.৫৮কোটি ভারতবাসী কোভিড টিকার দু’টো ডোজ নিয়েছেন। অর্থাত্‍ টিকাকরণের পুরো ডোজ কমপ্লিট করেছেন ২৩ শতাংশ দেশবাসী।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশে দুটো ভ্যাকসিনের ডোজ নিতে পেরেছেন কেবল ১৬ শতাংশ (১.১৩ কোটি ইউপিবাসী)। এই তালিকায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্রের নাম। ৫.৭১ কোটি টিকা প্রাপকের মধ্যে ১.৫৪ কোটি রাজ্যবাসীকে দুটো ডোজ দিতে পেরেছে মহারাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments