Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরএকশো শতাংশ দর্শক নিয়ে চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

একশো শতাংশ দর্শক নিয়ে চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

করোনা আবহের মধ্যেই রাজ্য সরকার সুরক্ষা বিধি মেনে সব সিনেমা হল একশো শতাংশ দর্শক নিয়ে চালানোর অনুমতি দিয়েছে।

 

গতদিন নবান্ন থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, করোনা অতিমারীর জন্যে গত কয়েক মাসে চলচ্চিত্র শিল্প সহ রাজ্যের সিনেমা হলগুলো যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তার সুরাহা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে দর্শকদের সবাইকে আবশ্যিকভাবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে তিনি জানিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিবকে আজকের মধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেন।

 

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ গাইডলাইনে সর্বাধিক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালানোর কথা বলা হলেও রাজ্য সরকার কীভাবে তা লঙ্ঘন করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments