Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeখবরএকদিকে কুয়াশা, অন্যদিকে শীতের প্রকোপে গুটিসুটি রাজ্যবাসী। 

একদিকে কুয়াশা, অন্যদিকে শীতের প্রকোপে গুটিসুটি রাজ্যবাসী। 

PC News বাংলা:- শীতের মধ্যে এই কয়েকদিন গরমের আমেজ পাওয়া গিয়েছিল, মনে হচ্ছিল এই বুঝি গরম চলে এলো। কিন্তু না, গত দুদিন থেকে রাজ্যে জাকিয়ে পড়েছে শীত, তারই মধ্যে আজ কুয়াশার প্রকোপটা অত্যন্ত বেশি, তারই মধ্যে মাঝে মাঝে চলছে ঝোড়ো হওয়া আবার মাঝে মাঝে হওয়ার প্রকোপ তাই অনেকটাই থাকছে, যতই বেলা গড়াচ্ছে ততই কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে এবং ঝড়ো হাওয়া চলছে পুরোদমে।

ঝিরি ঝিরি বৃষ্টি পড়ার মতো পরছে কুয়াশা, কুয়াশা কমার কোন পরিস্থিতি বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত, এদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল।

জনস্বার্থে বিজ্ঞাপন

কুয়াশার প্রকোপ আজ সারাদিন থাকবে বলেই মনে হচ্ছে মেঘের পরিস্থিতি দেখে, এদিকে শীতের প্রকোপে গুটিসুটি রাজ্যবাসী। 

তবে, শীত অতিথির মত সকলেই পছন্দ করেন সকলেই মনে করেন শীতের সময় খাবার খেয়ে, ঘুমিয়ে, ঘুরতে গিয়ে আনন্দটা অনেকটাই বেশি পাওয়া যায়।তাই শীতকে অতিথি মনে করে আনন্দ উপভোগ করছে রাজ্যবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments