Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরএই কলেজকে ব্যবহার করেই মাদক পাচার করা হত বলেই পুলিশের অনুমান।

এই কলেজকে ব্যবহার করেই মাদক পাচার করা হত বলেই পুলিশের অনুমান।

বিএড কলেজের পাশেই উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার এক কুখ্যাত মাদক পাচারকারী। এই কলেজকে ব্যবহার করেই মাদক পাচার করা হত বলেই পুলিশের অনুমান। মালদার কালিয়াচকের ছাত্রা সুলতানিয়া বিএড কলেজের ঘটনা। এরঠিক পাশেই উদ্ধার হয়েছে দুটি প্লাস্টিকের প্যাকেট। যার মধ্যে একটিতে A অন্যটিতে B লেখা রয়েছে। দুটি মাদকের প্যাকেটের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর এই দুই প্যাকেট সহ কুখ্যাত মাদক পাচারকারী আলম খান ওরফে আলিমকে গ্রেফতার করা হয়েছে। আলিম আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িত। পুলিশ তাঁর খোঁজে বহুবার তল্লাশি চালিয়েছে। বিএড কলেজ সহ ওই এলাকায় আলিমের কিছু এজেন্ট ছড়িয়ে আছে বলে পুলিশের কাছে খবর রয়েছে।তাই আলিমকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

তাই নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। মাদক পাচারের যে জাল ছড়িয়ে রয়েছে তার অনেকটাই গুটিয়ে আনাতে পারা যাবে আলিমকে টানা জেরা করে, ধারণা পুলিশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments