Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeবিদেশইউক্রেনের পথে পথে ছড়িয়ে মৃতদেহ, দেওয়া হল গণকবর

ইউক্রেনের পথে পথে ছড়িয়ে মৃতদেহ, দেওয়া হল গণকবর

পিসি নিউজ বাংলা : ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুচা। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে ছিল। অবশেষে সম্প্রতি এর নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। বুচা শহরে রাস্তায় রাস্তায় পড়ে অসংখ্য মৃতদেহ। শহরের মেয়র জানিয়েছেন, ইতিমধ্যে ২৮০ জনকে গণকবরে সমাহিত করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়েছিল রুশ সেনা। এই কয়েক সপ্তাহে রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত হয়েছে ইউক্রেন। তার প্রত্যক্ষ প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মৃতদেহ। অবশেষে শহরটি ফের দখল করেছে বলে দাবি ইউক্রেনীয় সেনার। সেনাদের এও দাবি, রুশ হামলার পরে এই প্রথম কিয়েভের আশপাশের ৩০টি শহর ও গ্রামের দখল নিতে পেরেছে তারা। সেদেশের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মাল্যিয়ারের কথায়, ”কিয়েভকে আমরা পুরোপুরি দখলদারদের হাত থেকে স্বাধীন করতে পেরেছি।” এরপরই শহরের মেয়র জানিয়েছেন, গত ১ মাস ধরে সেখানে কী অবাধ হত্যালীলা চালিয়েছে রুশ সেনা। যদিও এখনও পর্যন্ত রাশিয়া এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি।


সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ভয়ানক অবস্থা সেখানকার পথে ঘাটে তাঁরা ছড়িয়ে থাকতে দেখেছেন মৃতদেহ। চার্চ চত্বরে চলে গণকবর। এত বিপুলসংখ্যক মৃতদেহ কবর দিতে গিয়ে দেখা যায় মর্মান্তিক দৃশ্য। মাটি ফুঁড়ে বেরিয়ে রয়েছে অনেকর দেহের অংশ।

কবে যুদ্ধ শেষ হবে, তেমন কোনও ইঙ্গিত এখনও মেলেনি। এই পরিস্থিতিতে বেশ কয়েকবার মুখোমুখি বৈঠকে বসেছে এই দুই দেশ। শেষ বৈঠকের পরে কিয়েভে বড় আকারে সেনা তৎপরতা কমানোর ঘোষণা করে মস্কো। ফলে যুদ্ধ থামতে চলেছে। এমনটাই মনে করছিলেন অনেকে।
কিন্তু উদ্বেগ বাড়িয়ে এ ব্যাপারে আমেরিকার দাবি, রাশিয়ার সেনা তৎপরতা কমানোর দাবি মিথ্যা। পালটা, নতুন করে সেনা সাজাচ্ছে মস্কো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments