Tuesday, April 23, 2024
spot_img
spot_img
Homeদেশআপনার আধার নম্বর দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? নিজেই যাচাই...

আপনার আধার নম্বর দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? নিজেই যাচাই করে নিন

নতুন সিম তুলতে গেলেই এখন আধার কার্ড লাগে। একটা সিমের সঙ্গে যেমন ব্যবহারকারীর আধার কার্ড জড়িত, তেমনটাই আধার কার্ডের সঙ্গেও জড়িত সিমের নম্বর। ভারতে একটাই আধার নম্বর ব্যবহার করে মোট ১৮টি সিম কার্ড তোলা যায়। আপনার আধার নম্বর ব্যবহার করে অন্য কেউ সিম তুলে নেয়নি তো?সম্প্রতি এই ধরনের বেশ কিছু জালিয়াতি ধরা পড়েছে। অন্যের আধার ডেটা চুরি করে তাই দিয়ে সিম ব্যবহার করেছেন অসত্ ব্যক্তিরা। এদিকে কোনও কিছু না জেনেই সমস্যায় ফেঁসে গিয়েছেন সাধারণ ব্যবহারকারী।তাই যাচাই করে নেওয়াই ভাল। বেশিক্ষণ সময়ও লাগবে না। একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। রইল ধাপে ধাপে পদ্ধতি।

জেনে নিন সম্পূর্ণ পক্রিয়া

>> প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে যান। ওয়েবসাইট : https://resident.uidai.gov.in/notification-aadhar
>>> নির্দিষ্ট স্থানে ১২ অঙ্কের আধার নম্বর দিন।
>>> ক্যাপচা লিখুন।
>>> এবার OTP Generate-র অপশনে ক্লিক করুন।
>>> এরপর আপনার ফোন দেখে OTP টা দিন।
>>> নতুন পেজ খুলবে। সেখানে অথেন্টিকেশন টাইপ, নম্বার অফ রেকর্ড ও OTP আরও একবার দিন।
>>> ড্রপ ডাউন মেনু থাকবে। সেখান থেকে All অপশন বেছে নিন।
>>> পেজে থাকা সিলেক্টেড ডেট রেঞ্জ-এ যান। সেখানে গত ছয় মাসে আপনার কার্ডের হিস্ট্রি (Aadhar Card History) দেখতে পাবেন।
>>> সাবমিট করুন।
>>> এরপরে পেয়ে যাবেন সমস্ত হিস্ট্রি।
>>> অথেন্টিকেশানের জন্য আবার OTP-র Request করুন।
>>> আপনার আধার কার্ড কবে, কোথায় ব্যবহৃত হয়েছে, পেয়ে যাবেন এই সব তথ্য।আপনার অজানা কোনও স্থানে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি থাকলে অবশ্যই UIDAI-এর ওয়েবসাইটে অভিযোগ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments