Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরআনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ, ঝুমা ফার্মেসীতে।

আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ, ঝুমা ফার্মেসীতে।

       কবে কোন ডক্টর বসছেন নিচে দেওয়া তালিকা                                      লক্ষ্য করুন।

1) ডক্টর: বি. বক্সী। Reg No- 64088 MBBS (Cal), BeMOC DGO (Gynaecologist & Obstetrician Laparoscopic) (Ashoknagar State General Hospital) হাড়, শিরা, ব্যথা ও জেনারেল ফিজিশিয়ান। বসছেন প্রতি শুক্রবার সকাল এগারোটা থেকে সারাদিন।

2) উত্তর-পূর্ব ভারতের ১ম ডি.এম. শিশুরোগ বিশেষজ্ঞ:- ডঃ মোহাম্মদ আলী, MBBS (Cal.), M.D. Pediatric (PGI, Chandigarh)
-:রোগী দেখছেন:-
প্রতি শনিবার দুপুর 1 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত।

3) ডক্টর: এস. দাস। M.B.B.S., M.D, (G&O) Cal
“স্ত্রীরোগ বিশেষজ্ঞ গাইনি সার্জেন”
বুঝছেন প্রতি রবিবার সকাল সাতটা হইতে বিকেল পাঁচটা ও বুধবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

4) মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আসছেন- ডক্টর: এই. মুখার্জি। M.B.B.S , MD (Medicine) Special Interest on :- Cardiac Disease Diabetes, Gastrointestinal Tract Liver, Biliary Tract Pancreatic Discuse & Thyroid… সুগার, থাইরয়েড, হার্ট, কিডনি ও পেটের সমস্ত রোগ, বসছেন প্রতি শনিবার সকাল আটটা থেকে বেলা 11 টা পর্যন্ত।

5) ডঃ মোহাম্মদ ইমাম গাজ্জালী। M.D (R.F) “সুগার থাইরয়েড” Ex. House Physician, Dept of Endocrinology (Sugar & Thyroid) N.R.S Medical college & Hospital Kolkata..
বসছেন প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার সকাল 8 টা থেকে বিকাল 3 টা পর্যন্ত।

6) ডেন্টিস্ট: এস. রহমান। B.D.A.S “দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয়” বুঝছেন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত।

7) ডক্টর: আর. মন্ডল। (M.B.B.S.) Cal “চেস্ট স্পেশালিস্ট” বুঝছেন প্রতি মঙ্গলবার বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

ঠিকানা:- আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ। বিশদে জানতে, মুঠোফোন: 9732690438…

জনস্বার্থে প্রচারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments