Friday, March 29, 2024
spot_img
spot_img
HomeUncategorizedআধার স্মার্ট কার্ড পেতে চান, বাড়িতে বসে পেতে আবেদন করুন এইভাবে

আধার স্মার্ট কার্ড পেতে চান, বাড়িতে বসে পেতে আবেদন করুন এইভাবে

পিসি নিউজ বাংলা : পরিচয়পত্র হোক বা ঠিকানার প্রমাণ, বর্তমান সময়ে সব কিছুর জন্যই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পেতে আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ডে ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর থাকে। আধার নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অব ইন্ডিয়া বা ইউআইডিএআই সম্প্রতি আধার পিভিসি কার্ড চালু করেছে। নয়া এই কার্ড স্মার্ট আধার কার্ড নামেও পরিচিত। এবার বাড়িতে বসেই এই কার্ডের জন্য আবেদন করা সম্ভব। এমনকী আধারের সঙ্গে যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তারাও এই স্মার্ট আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই আধার পিভিসি কার্জে কিউআর কোড স্ক্যানিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে। মোবাইল নম্বর ব্যবহার করে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয় একটি মোবাইল নম্বর ব্যবহার করে পরিবারের সবার পিভিসি আধারের জন্য আবেদন করা যাবে।
কী ভাবে অর্ডার করবেন আধার পিভিসি কার্ড?

প্রথমে uidai.gov.in অথবা https://myaadhaar.uidai.gov.in- এই ওয়েবসাইটে যেতে হবে।

এবার Order PVC Aadhar Card-এ ক্লিক করুন। এবার নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিন।

এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে শর্তাবলী গ্রহণ করতে হবে।

এরপরই ওটিপি ভেরিফিকেশনের জন্য Submit-এ ক্লিক করুন।

এর পরেই স্ক্রিনে ফের যাচাইয়ের জন্য জানতে চাওয়া হবে, আপনি আধার প্রিন্ট করাতে চান কিনা।

এবার নির্ধারিত টাকা দিতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ইউপিআই ব্যবহার করে টাকা পেমেন্টর পরই আপনাকে একটি রেসিপ্ট দেওয়া হবে। এরপর আপনি আপনার ফোনে এসএমএসের মাধ্যমে একটি নম্বর পাবেন। আপনার বাড়িতেই চলে আসবে পিভিসি আধার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments