Tuesday, April 23, 2024
spot_img
spot_img
Homeকলকাতাআজকে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম- দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের...

আজকে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম- দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণার 600 তম দিন পূর্ণ হলো।

ধর্ণারত নবম – দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণার 600 তম দিনে ধর্ণা মঞ্চে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মন্ডল জানিয়েছেন যে ধর্ণা মঞ্চে গণ কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দগণ, বুদ্ধিজীবীগণ, শিক্ষাবিদগণ, সমাজসেবকগণ সহ বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।তারা সকলেই দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের নিয়োগের দাবিতে বক্তব্য রেখেছেন।ধর্ণা মঞ্চের রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল জানিয়েছেন যে দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত নবম- দ্বাদশের মেধাতালিকা ভুক্ত সকল শিক্ষক-্শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। তাদের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হলে তারা বৃহত্তম আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হবে এমনটাই জানা যাচ্ছে।ধর্ণা মঞ্চে আগত বিভিন্ন সংগঠনের কিছু প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরা হলো।

আজকে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম- দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণার 600 তম দিন পূর্ণ হলো।
আজকে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম- দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণার 600 তম দিন পূর্ণ হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments