Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeরাজনীতিআজই সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, এসএসসি মামলায় নির্দেশ হাই কোর্টের

আজই সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, এসএসসি মামলায় নির্দেশ হাই কোর্টের

পিসি নিউজ বাংলা : এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের রায়ের পরই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। হাজিরা না দিলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত। এর আগেও একবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ। কিন্তু তাতে স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। এদিন এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ফের নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের অর্থ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ এই মুহূর্তের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ কোনওরকম হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি৷

জানা যায়, এসএসসি দুর্নীতির ৭টি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। তার মধ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ। এর পাশাপাশি সুপারিশ কমিটির পাঁচ সদস্যকেও এদিন বিকেল ৪টের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপারিশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর। স্বচ্ছ সমাজ গঠনের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনই মন্তব্য করেছেন বিচারপতি। এর আগে গত ১২ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ।

এর পাশাপাশি বেআইনি নিয়োগের জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার উৎস খুঁজে বের করতে সিঙ্গল বেঞ্চ প্রয়োজনে পদক্ষেপ করতে পারে বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ এই নির্দেশের মাধ্যমে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চেরই হাত শক্ত করল বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রত্যেককেই এতদিন ধরে পাওয়া বেতন সরকারকে ফিরিয়ে দিতে হবে বলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments