Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরঅস্ট্রেলিয়ায় পারি দেবার অপেক্ষায় নদীয়ার শিল্পীর তৈরী দেবী দূর্গা মূর্তি।

অস্ট্রেলিয়ায় পারি দেবার অপেক্ষায় নদীয়ার শিল্পীর তৈরী দেবী দূর্গা মূর্তি।

অস্ট্রেলিয়ায় পারি দেবার অপেক্ষায় নদীয়ার শিল্পীর তৈরী দূর্গা মূর্তির সাথে থাকছে রামচন্দ্র, হনুমান, মহেশ্বর।

অনেক ছোট বেলা থেকেই ভিন্ন রকমের মূর্তি ,স্ট্যাচু সহ নানান ভাস্কর্যের নেশা ছিল নদীয়ার চাকদাহের বাসিন্দা অনুপ গোস্বামীর।পরবর্তী সময়ে নেশাটাই রুজির টানে পেশায় রূপান্তরিত হয়।দীর্ঘ সময় কোলকাতার কুমারটুলী থেকে কাজ শেখেন।

এখন নিজেই চাকদাহতে কারখানা স্টুডিও খুলেছেন।নিজের শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন সময়ে একাধিক মূর্তি। তা অধিকাংশই দেশে ও বিদেশে বহু প্রশংসিত হয়েছে। এবার তার তৈরী ৭ ফুটের ফাইবারের দূর্গা প্রতিমা পারি দিতে চলেছে সূদুর অস্ট্রেলিয়ার পাশে ফিজিতে ভারত সেবাশ্রম সংঘে।

গত ৪ মাস অক্লান্ত পরিশ্রম করে নিজের শিল্প কলার নিপুনতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী অনুপবাবু। আর এবার শুধু মা দূর্গা নয় সাথে যাচ্ছে হনুমানজি,রাম,গণেশ ,ও মহাদেব।মুর্তি গড়ার কাজ শেষ হয়েছে, কিছুদিন আগেই  কোভিডের কারনে জন্য মূর্তি যেতে না পারায় একইসঙ্গে জাহাজে করে পাড়ি দেবে অস্ট্রেলিয়াতে।

আগামি কয়েক দিন পরই পাড়ি দেবে জাহাজে করে অস্ট্রেলিয়াতে।সব মিলিয়ে নদীয়ার শিল্পীর গড়া দেবী দূর্গা প্রতিমা পূজিত হবেন সুদুর অষ্ট্রেলিয়াতে,, এটা যেমন বাঙালি হিসেবে গর্ব বোধ করছে পাশাপাশি চাকদাহ বাসী হিসেবেও গর্বিত শিল্পী ও গোটা চাকদহ বাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments