Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeরাজ্যঅসুস্থ মুকুল রায়, মুকুল পুত্র শুভ্রাংশুকে ফোন করে খবর নিলেন মুখ্যমন্ত্রী।

অসুস্থ মুকুল রায়, মুকুল পুত্র শুভ্রাংশুকে ফোন করে খবর নিলেন মুখ্যমন্ত্রী।

অসুস্থ মুকুল রায় (TMC leader Mukul Roy)। এসএসকেএম হাসপাতালে চিকিত্‍সাধীন তিনি। তৃণমূল নেতার শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকায় একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়েছে বলে খবর। পাশাপাশি ডায়বেটিসের সমস্যাও রয়েছে তাঁর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুকুলপুত্র শুভ্রাংশু রায়কে ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শারীরিক পরীক্ষার পর তাঁকে হাসপাতালে রেখে চিকিত্‍সা করার পক্ষে সওয়াল করেন চিকিত্‍সকরা। আপাতত হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ১০৩ নম্বর ওয়ার্ডে ভরতি রয়েছেন তিনি।হাসপাতাল সূত্রে খবর, ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন চিকিত্‍সক গৌতম গঙ্গোপাধ্যায়।আপাতত স্থিতিশীল তৃণমূল নেতার শারীরিক অবস্থা। এদিকে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের অসুস্থতার খবর পেয়েই তাঁর ছেলে শুভ্রাংশু রায়কে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের সঙ্গীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পরিবারের পাশে থাকার বার্তাও দেন।

তৃণমূল নেতার পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য থাকছে না বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।পরিবার সূত্রে খবর, ডিমেনশিয়ায় আক্রান্ত মুকুল রায়। বৃহস্পতিবার নিয়ম মেনেই শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল। তৃণমূলে প্রত্যাবর্তনের পরও তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। আবার যখন প্রকাশ্যে এসেছেন বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্ক বাড়িয়েছেন। সেই সময় বিতর্ক থামাতে ছেলে শুভ্রাংশ জানিয়েছিলেন, ‘মাকে হারানোর পর থেকেই ভেঙে পড়েছেন বাবা।’ সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন দাপুটে এই তৃণমূল নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments