Friday, April 19, 2024
spot_img
spot_img
Homeআবহাওয়াঅশনির আগেই টর্নেডোর দাপটে লন্ডভন্ড, ঝড়ের বেগে ছড়াচ্ছে ভাইরাল ভিডিও

অশনির আগেই টর্নেডোর দাপটে লন্ডভন্ড, ঝড়ের বেগে ছড়াচ্ছে ভাইরাল ভিডিও

পিসি নিউজ বাংলা : এখনও ‘অশনি’ এসে পৌঁছায়নি। কিন্তু তার আগেই অসমের বারপেটা জেলায় শনিবার কম তীব্রতার টর্নেডো এসে দাপিয়ে গেল কিছুক্ষনের জন্য। এলাকার বাসিন্দারা টর্নেজডোর সেই রূপের ভিডিও নিজেদের স্মার্টফোনের ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তিহানির কোনও খবর পাওয়া যায়নি৷

ইস্টমোজো-র গুয়াহাটির স্থানীয় বিজ্ঞানকেন্দ্রের মৌসম বিজ্ঞানের উপ মহানির্দেশক সঞ্জয় ও নীল শা জানিয়েছেন, ‘‘শনিবার অসমের বারপেটার চেঙ্গা জেলায় এক কম তীব্রতার টর্নেডো এসেছে৷ কিন্তু এটা সাইক্লোন নয়৷ দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি নিম্নচাপ ক্ষেত্রে সাইক্লোনে পরিণত হয়েছে৷ এটা সোমবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আছড়ে পড়বে৷

ওড়িশা সরকারের মৌসম বিভাগের তারাপীঠ পূর্বাভাস পেয়ে পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই এমার্জেন্সি রেসকিউ দল তৈরি রাখা হয়েছে৷ ভারতীয় মৌসম বিভাগ রবিবার জানিয়েছে যে, বঙ্গোপসাগরীয় খাঁড়িতে গভীর নিম্নচাপক্ষেত্র সাইক্লোন শক্তি বাড়িয়ে অশনিতে রূপান্তরিত হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী সাইক্লোনে পরিণত হতে চলেছে৷

আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ি এই সাইক্লোন রবিবার সন্ধ্যা থেকেই নিজের দাপট দেখাতে শুরু করবে৷ এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে৷ এরপর পূর্ব ও মধ্য ভয়ঙ্কর শক্তিশালী সাইক্লোনে বদলাতে পারে৷
আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, সাইক্লোন অশনি উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে চলেছে৷ বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব দিকে ৯৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ পূর্ব দিকে ১০২০ কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে অশনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments