Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরঅনেকের মুখে মাস্ক না থাকায় তাদের মাস্ক পরিয়ে দিয়ে সচেতনও করেন।

অনেকের মুখে মাস্ক না থাকায় তাদের মাস্ক পরিয়ে দিয়ে সচেতনও করেন।

গোটা রাজ্যে যে ভাবে করোনা দ্বিতীয় ঢেউয়ে মোকাবিলায় দিবারাত্রি সাধারন মানুষ থেকে শুরু করে আক্রান্তদের পাশে দাড়িয়ে নজির গড়েছেন রেড ভলেন্টিয়ার ঠিক একই ভাবে এবার মালদহের চাঁচলে করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ালেন রেড ভলেন্টিয়ার। বুধবার থেকে তারা পথ চলা শুরু করলেন। এদিন ১০থেকে ১২জনের একটি রেড ভলেন্টিয়ারের দল চাঁচল শহরের নেতাজী মোড়ে পথ চলতি সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরন করে পথ চলা শুরু করলেন।

পাশা পাশি তারা এও জনান, এই অতিমারিতে আক্রন্ত পরিবারে সমস্ত ধরনের চাহিদা মেটাতে তারা প্রস্তুত। অক্সিজেন থেকে শুরু করে ওষুধ সমস্ত কিছু তারা একটি ফোনে পৌঁছে দিবেন আক্রান্তের বাড়িতে। এর জন্য তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শহরের বেশ কিছু জায়গায় ব্যেনার পোস্টারে নাম ও ফোন নম্বর দিয়ে প্রচার শুরু করেছেন। এদিন শহরের মাস্ক বিতরন করার সময় অনেকের মুখে মাস্ক না থাকার তাদের মাস্ক পরিয়ে দিয়ে সচেতনও করেন পাশাপশি এদিন ওই কর্মসূচি চলাকালীন চাঁচলের নবনিযুক্ত বিধায়ক নীহার রঞ্জন ঘোষের হাতে মাস্ক তুলে দেন রেড ভলেন্টিয়ারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments