Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeবিদেশঅজানা হেপাটাইটিসে আক্রান্ত শতাধিক শিশু, সতর্ক করল WHO

অজানা হেপাটাইটিসে আক্রান্ত শতাধিক শিশু, সতর্ক করল WHO

পিসি নিউজ বাংলা : ব্রিটেন এবং ইউরোপের একাধিক দেশে শিশুদের মধ্যে  অজানা হেপাটাইটিস রোগ মৃত্যুর কারণ হতে পারে। শনিবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এবিষয়ে ১২ টি দেশের ১৬৯ টি শিশুর ওপর নিবিড় পরীক্ষার পর হু জানিয়েছেন তীব্র ‘হেপাটাইটিসে’ আক্রান্ত হয়ে অন্তত একজন শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। ১ মাস থেকে ১৬ বছর বয়সী ১৬৯টি শিশুর ওপর সমীক্ষা করা হয়েছে ওই সমীক্ষায় দেখা গিয়েছে, ১৭ জনের লিভার প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। WHO বলেছে যে ২১ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইসরায়েল, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি, নরওয়ে, ফ্রান্স, রোমানিয়া এবং বেলজিয়ামে হেপাটাইটিসের  কেস রিপোর্ট করা হয়েছে। মোট ১৬৯টি অজানা উৎসের হেপাটাইটিসে মধ্যে ১৪১টিই রিপোর্ট করা হয়েছে যুক্তরাজ্যে।

এদিন হু জানিয়েছে, যে সকল শিশুরা এই ধরণের যকৃতের প্রদাহ সংক্রান্ত সমস্যায় ভুগছে তাদের মধ্যে ৭৪ টি শিশু অ্যাডেনোভাইরাস নামে একটি সাধারণ কোল্ড ভাইরাস দ্বারা আক্রান্ত। ২০ জনের মধ্যে কোভিড ১৯ ভাইরাসের অস্তিত্ব মিলেছে এবং ১৯ জনের দেহে দু ধরণের ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে তারা বিষয়টির ওপর নজর রেখে চলেছে।
জানা গিয়েছে, মার্কিন স্বাস্থ্য আধিকারিকরা এই রোগের বিষয়ে ইতিমধ্যেই দেশের চিকিৎসকদের সতর্ক করেছেন। এই ধরণের উপসর্গ শিশুদের মধ্যে দেখা দিলে, অবহেলা না করে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments