Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeখবর৮৩ টি বাক্সে ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন, কলকাতা বিমান বন্দরে...

৮৩ টি বাক্সে ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন, কলকাতা বিমান বন্দরে পৌঁছায়।

PC News বাংলা:- করোনা প্রতিরোধে ভ্যাকসিনের প্রথম ব্যাচ গতকাল রাজ্যে এসে পৌঁছেছে। একটি বেসরকারি সংস্থার বিশেষ কার্গো বিমানে, পুনের সিরাম ইনস্টিটিউট থেকে ৮৩ টি বাক্সে ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন, কলকাতা বিমান বন্দরে পৌঁছায়। তিনটি ইনসুলেটেড ট্রাকে ভরে ভ্যাকসিন যায় বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে।

কলকাতা সহ রাজ্যের বেশীরভাগ জেলায় রাতের মধ্যেই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। মোট ৯৪১ টি কোল্ড চেইন পয়েন্ট গড়ে তোলা হয়েছে।

উত্তর ২৪ পরগণায় টিকাকরণের জন্য প্রায় ৪৭ হাজার স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে। মোট ২০ টি টিকাকরণ কেন্দ্র থেকে জেলার স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন।পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা সংরক্ষণের জন্য ১১টি ফ্রিজারের ব্যবস্থা করা হয়েছে।

 

প্রথম পর্যায়ে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী মিলিয়ে প্রায় ২৪ হাজার জনকে টিকা দেওয়া হবে বলে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গি জানিয়েছেন।

অন্যদিকে, হুগলী জেলার জন্য বরাদ্দ হয়েছে ৩২ হাজার ডোজ ভ্যাকসিন। কড়া পুলিশি নিরাপত্তায় তা পৌঁছে দেওয়া হয় চুঁচুড়ায় জেলা ভ্যাকসিন স্টোরে। পূর্ব বর্ধমানের জন্য বরাদ্দ হয়েছে ১৯ হাজার ভ্যাকসিন ডোজ। হাওড়ার জন্য ২৮ হাজার ডোজ বরাদ্দ বলে সূত্রের খবর।উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভ্যাকসিন পৌঁছবে।

উল্লেখ্য, ১৬ই জানুয়ারি থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও টিকাকরণের কাজ শুরু হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীর মতো প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের খরচ, কেন্দ্রীয় সরকার মেটাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments