চলতি খরিফ বিপণন মরশুমে, কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্য-MSP-তে ধান কেনায় ৬৪ লক্ষের বেশী কৃষক উপকৃত হয়েছেন বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।
এর জন্য সরকারের ব্যয় হয়েছে ৯৪ হাজার কোটি টাকারও বেশী। কৃষি মন্ত্রক সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সরকার ঘোষিত ন্যুনতম সহায়ক মূল্যতেই কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহ করছে।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর প্রভৃতি রাজ্য থেকে এপর্যন্ত প্রায় ৫ কোটি টনের মতো ধান কেনা হয়েছে।
এছাড়াও বেশ কয়েকটি রাজ্য থেকে ৫১ লক্ষ ৬৬ হাজার টনের বেশী ডাল ও তৈলবীজ কেনার অনুমোদন দিয়েছে সরকার।