রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ, দোসরা মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে।
জনস্বার্থে প্রচার
প্রার্থীপদ দাখিলের শেষ দিন ৯-ই মার্চ। পরদিন অর্থাৎ ১০-ই মার্চ, জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১২-ই মার্চ।
এই পর্যায়ে, ২৭-শে মার্চ, পাঁচ জেলার মোট ৩০টি আসনে ভোট নেওয়া হবে। পুরুলিয়ার ৯-টির সবকটিতে, ঝাড়গ্রামের ৪-টির সবকটিতে এবং একই সঙ্গে বাঁকুড়ার ৪-টি, পশ্চিম মেদিনীপুরের ৬-টি এবং পূর্ব মেদিনীপুরের ৭-টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।