Thursday, April 18, 2024
spot_img
spot_img
Homeখবরহাসপাতাল সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে সাময়িক প্লাস্টার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে সাময়িক প্লাস্টার করা হয়েছে।

নন্দীগ্রাম বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করার পর মন্দিরে পুজো দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গুরুতর আহত হওয়ার পর তাঁকে গতরাতেই গ্রীন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

জনস্বার্থে প্রচার

তিনি এখন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৯ সদস্যের এক চিকিৎসক দল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালিতে সাময়িক প্লাস্টার করা হয়েছে।

পায়ের ফোলা কিছুটা কমলে আবার তাঁর প্লাস্টার করা হতে পারে। তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্টও আছে।
এছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। গতরাতেই বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে MRI করা হয়।

রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে দেখতেই গতরাতেই হাসপাতালে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রায় আধঘণ্টা কথা হয় ।
এছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তাঁর ভাইপো- তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীও হাসপাতালে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments