— : স্বাস্থ্য কর্মীদের : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া
করোনার আবহে স্বাস্থ্য কর্মীরা
আমাদের ব্যবহারে না হয় মনমরা,
সতর্ক থাকতে হবে।
জানিনা তো কে কবে
হঠাৎই করোনাতে হব সারা।
ভয়ে ভয়ে থাকি দূরে সারাদিন
ঝুঁকি নিয়ে খাটে ওরা হয়ে ক্ষীণ,
আরামের অবকাশ নাই।
শ্রদ্ধার চোখে দেখি ভাই
রোগীর সেবায় নিজেরে রেখেছে লীন।
ওরাও তো আমাদের মতো সংসারি
আছে আপনার জন, আছে ঘরবাড়ি।
দুঃখটা চেপে রেখে
দিনরাতে রোগী দেখে।
ভালো নয় কড়া কথা , বাড়াবাড়ি।
চাই সহানুভূতি আর মিঠে কথা
ঘনিষ্ঠ অতি আপনার জন যথা।
ভেবে দেখো একবার আজ
কী কঠিন ওদের এ কাজ ।
স্ব ব্যাথায় নাশে রোগীর প্রাণের ব্যাথা।
দেবদূত বলে মানি স্বাস্থ্য কর্মীদের
করে যে বহন পরিচয় মহত্বের।
তাই স্বাস্থ্য কর্মী যত
করি শির অবনত,
এ কবিতা হোক তাদেরই সম্মানের।