Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরস্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানের নীতি নির্দেশিকা জারি করবে এই জাতীয় কমিটি।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানের নীতি নির্দেশিকা জারি করবে এই জাতীয় কমিটি।

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ২৫৯ সদস্যের একটি জাতীয় কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে সমাজের সর্বস্তরের বিশিষ্ট জনেরা রয়েছেন।

 

সোমবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানের নীতি নির্দেশিকা জারি করবে এই জাতীয় কমিটি। আগামী বছর ১৫ই আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হচ্ছে।

প্রায় ৭৫ সপ্তাহ আগে আগামী ১২ই মার্চ তার উদযাপন শুরু হবে বলে স্থির হয়েছে। ১২ই মার্চ মহাত্মা গান্ধীর ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ-এর ৯১তম বার্ষিকী।

এর প্রস্তুতি এবং উদযাপন অনুষ্ঠানে পন্থা পদ্ধতি নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হবে ।
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যথোচিত মর্যাদায় এই আজাদি কি অমৃত মহোৎসবের আয়োজন করা হবে বলে সরকার স্থির করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments