Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের উত্তর পূর্বাঞ্চলে শান্তি বজায় রাখতে ও সার্বিক...

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের উত্তর পূর্বাঞ্চলে শান্তি বজায় রাখতে ও সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের উত্তর পূর্বাঞ্চলে শান্তি বজায় রাখতে ও সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গুয়াহাটির আমিনগাঁওয়ে গতকাল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের আমলে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে নজরে রাখা হয়েছে। কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি এই অঞ্চলের যুবাদের অস্ত্র তুলে নিতে বাধ্য করলেও কেন্দ্রীয় সরকার তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছে। পূর্বতন কংগ্রেস সরকারের জমানায় এধরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদের নির্বাচন ঐ অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি জানান। শ্রী শাহ বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্ব অসমে প্রগতি লক্ষ্য করা গেছে। নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেবার জন্যও তিনি আহ্বান জানান।
শ্রী শাহ আজ মনিপুর সফর করবেন। সেখানে ৭টি বড় প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments