Pc News Bangla: হুগলী জেলার দশঘড়ার ১ নং গ্রাম পঞ্চায়েতের রোজিপুর গ্রামে, কোল্ড স্টোরেজে রাখা কৃষকদের আলু পচে যাওয়ার অভিযোগে স্থানীয় কৃষকরা আজ বিক্ষোভ দেখায়, স্টোরেজের ম্যানেজার ও মালিককে ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা। কৃষকদের অভিযোগ, ১৫ দিন আগে এই বিষয়টি প্রথম নজরে আসে, সেই সময় আলু যে বাজার দরে বিক্রি হয়েছিল, তাদের সেই বাজারদরে ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। তবে,মালিক পক্ষ জানিয়েছেন,পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাদের সময় লাগবে, কিন্তু কৃষকরা তাতে রাজি নয়, প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা বিক্ষোভ চালানোর পর মালিক পক্ষ আগামীকাল বিকেল চারটা নাগাদ কৃষকদের সাথে বৈঠকে বসার প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ তুলে নেই কৃষকরা।


ব্যুরো রিপোর্ট, পি সি নিউজ বাংলা।