সোমবার স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরল না এক কিশোরী। তার বাড়ির কাছে তার অচৈতন্য অবস্থায় দেহ মিলল । ওই কিশোরীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল। ওই ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে হিজলতলা এলাকার বাসিন্দা বাপি ওরফে বদরুদ্দিন সেখ নামে এক যুবকের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, ওই কিশোরীর স্কুলে যাওয়ার পথে অপহরণ করে যৌন নির্যাতন করা হয়েছে এবং কীটনাশক খাইয়ে অজ্ঞান করা হয়েছে, তারপর কিশোরীকে খোঁজাখুজি করতে থাকায় বাপি ওই কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে দৌড়ে পালায়। আর এই সমস্ত ঘটনা ঘটিয়েছে ওই বাপি নামের এক যুবক। তারপর আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রীকে প্রথমে নিয়ে যাওয়া হয় অনুপনগর ব্লক হাসপাতালে। অবস্থার অবনতি হওয়াতে সেখান থেকে তাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। নিয়ে যাওয়ার পথে গভীর রাতে মৃত্যু হয় ওই কিশোরীর।
ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিস। অভিযুক্ত বাপি পলাতক।