Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরসামান্য বৃষ্টিতেই এই রাস্তা দিয়ে যাতায়াতের পরিস্থিতি থাকেনা।

সামান্য বৃষ্টিতেই এই রাস্তা দিয়ে যাতায়াতের পরিস্থিতি থাকেনা।

রাজা আসে রাজা যায়, কিন্তু প্রজাদের সমস্যা সমস্যায় থেকে যাই। ভোট আসলেই রাজাদের দেখা মেলে, বড় বড় প্রতিশ্রুতি দেয় প্রজাদের, কিন্তু ভোট পেরোলে একই পরিস্থিতি।

শুধুমাত্র ভোটের সময় কথার পরিবর্তন হয় কাজের পরিবর্তন হয় না, মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত মধুপুর কলোনি পাড়া এলাকার, নিশিকান্ত মন্ডলের বাড়ির সামনে রাস্তার পরিস্থিতি বেজায় খারাপ, হরষিত বিশ্বাসের বাড়ি থেকে, মৃত্যুঞ্জয় বালার বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা হয়েছে, মৃত্যুঞ্জয় বালার বাড়ির পরেও রয়েছে বেশকিছু বাড়ি, কিন্তু ঢালাই রাস্তার কাজ থেমে রয়েছে মৃত্যুঞ্জয় বালার বাড়ি পর্যন্ত, এর কারণে জনজীবন বিপন্ন হচ্ছে, ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারন মানুষকে, সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ, রাস্তা দিয়ে যাতায়াত করার মত পরিস্থিতি থাকেনা। নিশিকান্ত মণ্ডলের ছেলে রাজকুমার মন্ডল একবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল রাস্তার ব্যাপারে, কোনরকম সুরাহা হয়নি রাস্তার। এলাকার মানুষজনের দাবি, অতি শীঘ্র রাস্তা ঠিক করার ব্যবস্থা করুক সরকার, ভোট আসলেই শুধু ভোট নিলে হবে না আমাদের কথাও ভাবতে হবে সরকারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments