Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeকলমেসাপ্তাহিক কলমে, হুগলি থেকে সায়ন মন্ডল।

সাপ্তাহিক কলমে, হুগলি থেকে সায়ন মন্ডল।

1) কবিতা:ক্রোধ
কলমে:শাওন মন্ডল
হুগলি, পশ্চিমবঙ্গ…..

কিসের তরে লোভ-লালসা,
কিসের অহংবোধ?
শেষটা শুধু ভষ্মই রবে,
কিসের তবে ক্রোধ?

2) কবিতা:-ভাবনা
কলমে:-শাওন মন্ডল….

ভাবনায় চলেছে সময়
কিছু নাহি পাব,
চলেই তো যেতে হবে
কি দিয়ে যাব!

3) কবিতা:বিশ্ময়
কলমে:শাওন মন্ডল….
কোথা হতে এলেম মোরা আলোক ভুবন মাঝে,
রাত চলে যায় প্রভাতে আর দিন চলে যায় সাঁঝে।
গহীন মনে আকুল টানে জাগে শুধু এ বিশ্ময়,
অজানায় এমন হাজারো প্রশ্ন জেগে তবুও নিভে যায়।

4) কবিতা:আকাশপানে
কলমে:-শাওন মন্ডল…..
মাঝে মাঝে আকাশপানে চাহিয়া,
আকঙ্খা গুলো শূন‍্যে করে রাখিয়া
একদৃষ্টে দুপুর পেরিয়ে সন্ধ‍্যা
উঠিল ফুটে বেলি-রজনীগন্ধ‍া
এভাবেই শত প্রহর কেটেই চলেছে
শূন‍্যে পথিক শূন‍্যে হাতেই চলেছে।

5) কবিতা:-মেঘলা দিন
কলমে:-শাওন মন্ডল…..
মেঘলা দিনকে ধিক্কার করি হায়,
অতীত স্মৃতির বন্ধন টুটে
শুধুই যে কাঁদায়।

6) অবসান…..
যুদ্ধের দামামায় সকলে মগ্ন
হচ্ছে মানব সভ‍্যতা আজ নগ্ন
পালাক্রমে পৃথিবীর হবে অবসান,
দিবাকর তাই যাচ্ছে হয়ে চিরম্লান।
কলমে, শাওন মন্ডল।

7) চলতি পথে রকম বাধা….
চলতি পথে রকম বাধা
পথে-বিপথে নানান ধাঁধা
প্রতি পদে মারে ফিরে ফিরে
পথিক বীনার সুরের তারে
তারি টানে সুর হয় বাঁধা
সে সুরে কাটে যে আঁধা
যদি কবু রচে দুঃখের ছন্দ
দুঃখের অতীত সব আনন্দ। কলমে, শাওন মন্ডল।

8) প্রশ্ন….
কেন এত বিদ্বেষ,কেন হানাহানি
দু-দিনের তরে মোরা আছি এ ধরনী
প্রাতে যাহা সূর্যদয়,সূর্যাস্তে গোধুলী
রৌদ্রজ্জল মধ‍্যাহ্নে কেন তাহা ভুলি? কলমে, শাওন মন্ডল।

9) দৃষ্টিভঙ্গি……
দেখিনু সেদিন পথে
গোধুলী বেলায় দুই তরুনের,
তুমুল ঝগড়া বাধে
একজন বলে “ডাবলিউ”এটা
“এম” ভিনজন বলল
এভাবে মিনিট পাঁচেক
তুমুল আওয়াজ চলল
উভয়ই ছিল ঠিক,যদি আগে জানত
ঝগড়া থামিয়ে তৎক্ষনাৎ হত শান্ত। কলমে, শাওন মন্ডল।

10) দুঃখীর প্রতি…..
সারাটিদিন অনেক যন্ত্রনায় কাটিয়েছ
এখন মাঝরাতে এক বিছানা পেয়েছ
যেথা নরম আঁধারময় ঘর
একদন্ড শান্তি সেথা নিস্তব্দতা
ভেবো না হেথায় কোনো কথা
ভুলে যাও সকল ব‍্যাথা
জখম হৃদয় মুছে
নিদ্রার ভিতর
গন্ধরাজের মতো মুদে থাক। কলমে, শাওন মন্ডল।

11) গুঁতো(লিমেরিক)…..
মন্টু মশাই,হাতে ছিল ঘুঁড়ির বড় সুতো
ছুটতে গিয়ে ফেলল ছিঁড়ে নামি-দামী জুঁতো
পাশে ছিল রাগান্বিত ষাঁড়
তাকে দেখে বাঁকাচ্ছিল ঘাড়
একটুখানি আনমোনাতে এসে দিল গুঁতো। কলমে, শাওন মন্ডল।

12) ব‍্যায়াম(লিমেরিক)…..
দুষ্টু ছেলে আছাড় খেয়ে বলল এটা ব‍্যায়াম
দ্রুত উঠে কিছুটা ছুটে দেখালো কী ঘ‍্যাম!
সবাইকে সে বলে
বাড়িতে গেল চলে
সারা রাতটা টানল মালিশ জ্বালিয়ে ছোট ল‍্যাম। কলমে, শাওন মন্ডল।

13) কড়া আইন(লিমেরিক)……
গুপ্ত পাড়ায় লকডাউনে করেছে কড়া আইন
সেই পাড়াতে প্রধান ছিল রোহিত কুমার পাইন
হাঁটত সে যে ভুঁড়ি দুলিয়ে
রাখত সবার গল্পে ভুলিয়ে
ভাঙলে আইন বলেছিল হাজারটাকা ফাইন। কলমে, শাওন মন্ডল।

14) সম্প্রীতি….
তুমি নাহি রবে সুন্দর ভবে
রহিবে যে কিছু স্মৃতি
যতদিন আছো ধরনীর বুকে
গড়ে তোলো সম্প্রীতি। কলমে, শাওন মন্ডল।

15) সময়…..
অবিরত -প্রবাহমান
সময়ের ক্ষণ
মানে নাতো কবু-কারো
বাধা বারন। কলমে, শাওন মন্ডল।

16) রাজ….
চারিদিকে দেখি আজ
নির্বোধ-রাজ
ভাবিয়া মনেতে মোর
লাগে বড় লাজ। কলমে, শাওন মন্ডল।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments