সাধনপাড়া থেকে মুড়াগাছা যাওয়ার রাস্তার অত্যন্ত বেহাল দশা, নজরবিহীন জনপ্রতিনিধি ও প্রশাসন।নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত সাধনপাড়া থেকে মুড়াগাছার রাস্তার অত্যন্ত বেহাল দশা। সাধনপাড়া থেকে মুরাগাছা যাতায়াত করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় জনসাধারণ থেকে শুরু করে টুকটুক চালক এবং অন্যান্য যানবাহন চালক সহ স্কুলের ছাত্র-ছাত্রীদের। মুড়াগাছায় দুটি সরকারি স্কুল এবং একটি বেসরকারি স্কুল অবস্থিত, এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের, ভিশন অসুবিধা হয় বলেই জানাই এলাকার মানুষজন সহ স্কুলের ছাত্রছাত্রীরা ও পথযাত্রীরা, তাছাড়া ইলেকট্রিক অফিসে, পোস্ট অফিসে, ব্যাংকে, রেলস্টেশন বা অন্যান্য কর্ম ক্ষেত্রে যাতায়াত করতে অত্যন্ত সমস্যা হয় এবং মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে এই রাস্তার অত্যন্ত বেহাল দশার কারণে।
এলাকার মানুষ জানান, প্রশাসনকে একাধিকবার জানিও কোনো সুরাহা হয়নি, তাই আবারও সংবাদ মাধ্যমের সাহায্যে প্রশাসনকে রাস্তা মেরামত করে দেওয়ার অনুরোধ রেখেছেন এলাকাবাসী সহ যানবাহন চালক ও পথযাত্রীরা।
পরবর্তী খবর পাওয়ার জন্য চোখ রাখুন পি সি নিউজ বাংলার পর্দায়।
আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন:- 9434674111