সশরীরেই হাজির হতে হবে, আবাসন প্রতারণা মামলায় নুসরতকে নির্দেশ আদালতের।
সশরীরে আদালতে হাজিরা দিতে হবে অভিনেত্রী–সাংসদ নুসরত জাহানকে। আজ, সোমবার আলিপুরের জজ কোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে, বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউডের নায়িকা নুসরতের বিরুদ্ধে সম্প্রতিই আবাসন সংক্রান্ত প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, ওই প্রতারণার ঘটনায় যে সংস্থার নাম জড়িত, নুসরত এক সময় তার ডিরেক্টর পদে ছিলেন।
মামলাটির হাজিরা থেকে রেহাই চেয়ে আবেদন করেছিলেন নুসরত। তাঁর আইনজীবী সরিতা সিংহ জানিয়েছেন, ‘সাংসদ এবং অভিনেত্রী হিসাবে তাঁর কাজের চাপের জন্য উপস্থিত হতে পারছেন না জানিয়ে হাজিরা থেকে রেহাই দেওয়ার আর্জি জানিয়েছিলেন নুসরত। উচ্চ আদালত আগেই হাজিরায় স্থগিতাদেশ দিয়েছে, গতদিন নিম্ন আদালতে সেই স্থগিতাদেশ নিয়ে শুনানি ছিল, আপাতত এক্সটেনশন দেওয়া হয়েছে, আগামী ৪ ডিসেম্বর শুনানি তবে পরবর্তী শুনানিতে যদি আসতে বলা হয় তা হলে উনি আসবেন।
দু’পক্ষের বক্তব্যে তফাত থাকলেও, একটি বিষয় নিশ্চিত, আপাতত এই মামলায় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আদালতে হাজিরা দিতে হবে না নুসরতকে। যদিও তাতে কোনওরকম স্বস্তি নেই বসিরহাটের সাংসদের। মঙ্গলবারের ইডি কাঁটা এখনও জেগে রয়েছে।