কৃষি আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই সমাধানসূত্রের খোঁজে, আজ সরকার আজ আবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসছে।
এ’টি হবে দু’পক্ষের মধ্যে অষ্টম দফার বৈঠক।
এমাসের ৪ তারিখ দু’পক্ষ বৈঠকে বসলেও, কোনো সমাধান সূত্র মেলেনি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, সরকার কৃষি আইনের নানা ধারা নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও, কৃষক প্রতিনিধিরা তিন’টি আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে অনড় থাকেন।
সরকার, কৃষকদের যাবতীয় সমস্যা মোকাবিলায় প্রস্তুত বলে বারবার আশ্বাস দিয়েছে।