সরকারী সিদ্ধান্তের পক্ষে রায় দিয়ে সুপ্রীম কোর্ট, আর্থিক ভাবে দুর্বলতর শ্রেণির জন্য, উচ্চশিক্ষা এবং সরকারী চাকরীর ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের বিষয়ে সংবিধানের ১শো ৩ তম সংশোধনীর বৈধতাকে মান্যতা দিয়েছে। দরিদ্রদের জন্য সংরক্ষণের বিষয়টি অর্থনৈতিক মানদণ্ডের বিচারে কোনোভাবেই বৈষম্যমূলক নয় বলে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে।
পাঁচ বিচারপতির মধ্যে তিনজন – বিচারপতি দীনেশ মহেশ্বরী, বেলা ত্রিবেদী এবং জে বি পার্দিওয়ালা এই সিদ্ধান্তকে সাংবিধানিক বলে জানান। তবে বিচারপতি এস রবীন্দ্র ভাট এই আইনকে বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলে মত প্রকাশ করেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতও বিচারপতি ভাট-এর মতের পক্ষে রায় দেন।