Wednesday, April 24, 2024
spot_img
spot_img
HomeUncategorizedসম্প্রতি ইউআইডিএআই (UIDAI) আধার-সম্পর্কিত দুটি পরিষেবা বন্ধের বিষয়ে জানিয়েছে। দেখে নিন পরিষেবা...

সম্প্রতি ইউআইডিএআই (UIDAI) আধার-সম্পর্কিত দুটি পরিষেবা বন্ধের বিষয়ে জানিয়েছে। দেখে নিন পরিষেবা গুলি:-

এখন প্রায় সবকিছুতেই আধার বাধ‍্যতামূলক। তাই আধার কার্ড সবার কাছে থাকা বাধ‍্যতামূলক। তাই তো আধার কার্ড নিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)  সবসয় সতর্কতা প্রচার করে। সম্প্রতি আধার কার্ডের দুটি পরিষেবার বিজ্ঞপ্তি জানিয়েছে ইউআইডিএআই (UIDAI) ।

■ ইউআইডিএআই ভ্যালিডেশন লেটারের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা আপডেট করার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে । এই প্রক্রিয়াটির মাধ্যমে ব্যক্তিরা সহজেই তাঁদের ঠিকানা আপডেট করতেন।

তবে আপনি ক‍রতে পারবেন ঠিকানা আপডেট অন‍্য পদ্ধতিতে। অন্য কোনও অ্যাড্রেস প্রুফের মাধ্যমে এটি করতে পারবেন। তবে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন‍্য নতুন কিছু নির্দেশিকা জারি করেনি UIDAI।

■ ‌বন্ধ হয়েছে আধার কার্ডের রিুপ্রিন্ট। UIDAI-এর ওয়েবসাইটে এবার থেকে আধার কার্ড রিপ্রিন্ট এর কোনো অপশান থাকছে না।

তবে এর পরিবর্তে রয়েছে অন‍্য উপায়। PVC আধার কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছে UIDAI  এই আধার কার্ড টা এটিএম বা প‍্যান কার্ডের মত দেখতে। তবে কেউ চাইলেই ফ্লেক্সিবেল পেপারেও e-Aadhar-এর প্রিন্ট করাতে পারেন।

সম্প্রতি জুলাই মাসের শুরুতেই নতুন ‘এমআধার’ অ্যাপ (mAadhaar) অ্যাপে চালু করেছে UIDAI।  এর মাধ‍্যমে আধার কার্ড আপডেটের মতো ৩৫ টি সুবিধা মিলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments