কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্য স্বাস্থ্যদপ্তর, সমস্ত হাসপাতালকে সতর্ক ক’রে দিয়ে আর’ও বেশী রোগী ভর্তির জন্য প্রস্তুত থাকতে বলেছে। মেডিক্যাল কলেজগুলির সুপারিনটেন্ডেট তথা উপাধ্যক্ষ এবং জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অ্যাডভাইসারি পাঠিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহন, চিকিৎসার সমস্ত সরঞ্জাম ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা ক’রে দেখার নির্দেশ দিয়েছেন।
জনস্বার্থে প্রচারিত
বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডারের লভ্যতা ও সরবরাহ এবং মজুত PPE, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী যাচাই ক’রে নিতে। সর্বস্তরের কর্মী পর্যাপ্ত সংখ্যায় আছে কিনা, তা’ও খতিয়ে দেখতে বলা হয়েছে।